MESSAGE FOR STUDENTS

শাহীন সুলতানা শাহীন সুলতানা Principal

সম্মানিত অভিভাবক, মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়ে। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। আপনারা জেনে খুশি হবেন যে, গুটি কয়েক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও এইচ.এ.কে.একাডেমি এখন অজস্র শিক্ষার্থীর পদচারনায় মুখরিত এক বৃহৎ পরিবার। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ এইচ.এ.কে একাডেমি বদ্ধ পরিকর। ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে সরকারি বৃত্তিলাভ এবং এস.এস.সি পরীক্ষায় ৩ জন সরকারি বৃত্তিলাভসহ ৪৩ জন A+ ও বাকি ১৭জন A পেয়ে ১০০% উত্তীর্ণ হয়েছে- আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সাংস্কৃতিক পরিমন্ডলে নতুন ধারায় শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রশাসনিক ব্যতিক্রমি আয়োজন। শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টা, নিবেদিত আত্মত্যাগ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক বিশ্বাস ও সহযোগিতা আমাদের পথচলাকে উৎসাহিত করে চলেছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের মানবিকতাবোধ সমৃদ্ধ হোক এই আশাবাদ ব্যক্ত করে তাদের জীবনের সার্বিক কল্যাণ কামনা করছি।

শাহীন সুলতানা

এম.এস.এস., বি-এড. অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক

এইচ.এ.কে. একাডেমি